জাতীয়

প্রধানমন্ত্রীর কোটি টাকা সহায়তা পেলেন ক্ষতিগ্রস্ত কাদিয়ানিরা

পঞ্চগড়, ১৫ মার্চ – পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় হামলা ও অগ্নিকাণ্ডে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী এক কোটি টাকার মানবিক সহায়তা দিয়েছেন।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্ত ২০৬টি পরিবারে সহায়তা দেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

এ সময় রেলমন্ত্রী বলেন, নির্বাচন এলে ধর্মকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে সরকারকে বিপদে ফেলতে চেষ্টা করা হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়াতেও একই কাজ করা হয়েছে। এসব কাজে বিএনপি ও জামাত প্রত্যক্ষভাবে জড়িত থাকে। তারা নানা ইস্যু তৈরী করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

মন্ত্রী বলেন, অসহায়, গরিব, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন তা সারা বিশ্বে এক অনন্য নজির।

মন্ত্রী আরো বলেন, প্রশাসন তৎপর ছিল বলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছেনা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রশাসনকে সহায়তা করতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান তিনি।

আহমদিয়া সম্প্রদায়ের জামিয়া আহমদিয়ার অধ্যক্ষ মোবাশ্বের উর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা নিরাপদে ও শান্তিতে থাকতে চাই।

মানবিক সহায়তা অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মাজাহারুল হক প্রধান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, আবু তোয়বুর রহমান, পঞ্চগড় পৌর সভার মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পঞ্চগড় সদর উপজেলার আহমদ নগর ও বোদা উপজেলার শালশিড়ি গ্রামের ২০৬ টি পরিবারের প্রত্যেককে ক্ষয়ক্ষতি অনুযায়ী সর্বনিম্ন চার হাজার ৮ শত টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ ২৬ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ মার্চ ২০২৩

Back to top button