চট্টগ্রাম

চট্টগ্রামে বাসের চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রাম, ১৪ মার্চ – চট্টগ্রাম নগরীর বায়েজিদে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক মো. রাজিবকে (২৬) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিয়াতুল কাউছার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী।

আটক রাজীব নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান। তিনি জানান, সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মোড়ে রাস্তা পার হতে গিয়ে হাটহাজারী টু নিউমার্কেটগামী ৮ নম্বর একটি সিটি বাস ওই নারীকে চাপা দেয়। গাড়িটি অক্সিজেন মোড় থেকে দ্রুত গতিতে উল্টো দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসসহ চালক মো. রাজীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ মার্চ ২০২৩

Back to top button