টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ
গোপালগঞ্জ, ১৪ মার্চ – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে তিনদিনের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৪ মার্চ) জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৩ মার্চ) গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
মুঈনুল ইসলাম জানান, ‘আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৪ মার্চ ২০২৩