তেজগাঁও বস্তির আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ১৩ মার্চ – রাজধানীর তেজগাঁওয়ের রুলিং মিল এলাকার একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার রাত ১০টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
এর আগে আজ সোমবার রাত ৮টার দিকে তেজগাঁওয়ের বাবলির পাশের রুলিং মিল এলাকার ওই বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।
আগুন লাগার ব্যাপারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছিলেন, রাত ৮টার দিকে রুলিং মিলের পাশের বস্তিতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ১১টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ মার্চ ২০২৩