অন্যান্য

হারে শুরু আর্জেন্টিনার

ঢাকা, ১৩ মার্চ – মেসিদের দেশ বলেই আর্জেন্টিনা কাবাডি দল নিয়ে বেশ আগ্রহ মানুষের। সোমবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলেছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ইরাকের বিপক্ষে। কিন্তু শুরুটা ভালো হয়নি মেসিদের দেশের কাবাডি দলের। মধ্যপ্রাচ্যের দলটি জিতেছে ৫৬-২৮ পয়েন্টে।

এক কথায় ইরাকের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ৩৪-১৩ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাট ছাড়ে রিকার্ডোর দল। দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলতে আসা দলটি।

টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার কোচ রিকার্ডো বলেছিলেন, আসরে বড় কোনো প্রত্যাশা নেই। এক-দুইটা ম্যাচ জিততে পারলেই খুশি তারা। নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি আর্জেন্টাইনরা। সামনে জয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টাইন কোচ রিকার্ডো। দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইরাকের হাসান ফাইজ।

এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে গত দুইবারের রানার্সআপ কেনিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে চাইনিজ তাইপে। চাইনিজ তাইপে দুটি লোনাসহ ৪৫-৪০ পয়েন্টে কেনিয়াকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২৩-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।

চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে চাইনিজ তাইপের গ্রসম্যান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৩ মার্চ ২০২৩

Back to top button