ক্রিকেট

বিমানের সিইওর সঙ্গে সাকিবের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৩ মার্চ – হঠাৎই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে হাজির বাংলাদেশের জাতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান! না, বিশেষ কোনো উদ্দেশ্যে নয়, বরং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি।

সোমবার (১৩ মার্চ) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এদিন বিকেলে বলাকায় পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তার সৌজন্যে কেক কাটা হয়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একসময় বিমানের ক্রিকেট টিমের সদস্য ছিলেন। সাক্ষাৎকালে বিমানের ক্রিকেট দল ও খেলাধুলার উন্নয়ন বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা হয় বিমানের এমডির। এসময় বিমানের পরিচালক ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৩ মার্চ ২০২৩

Back to top button