আফ্রিকা

মাদাগাস্কারে অর্ধশত আরোহী নিয়ে নৌকাডুবি, নিহত ২২

আন্তানানারিভো, ১৩ মার্চ – আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪৭ জন আরোহী ছিলেন। এরমধ্যে ২৩ জনকে জীবিত এবং ২২ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন এখনও নিখোঁজ।

মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ।

উল্লেখ্য, গত কয়েকদিনে বিভিন্ন দেশে নৌকাডুবে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইতালিতে ৭৩ জন, তিউনিশিয়ায় ১৪ এবং তুরস্কে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ মার্চ ২০২৩

Back to top button