টলিউড

ঢাকায় এসে ফেরদৌসের বাসায় অতিথি হলেন ঋতুপর্ণা

ঢাকা, ১৩ মার্চ – অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বন্ধুত্ব বহু বছরের। একসঙ্গে জুটি বেঁধে ছবিও করেছেন তারা। পুরোনো সেই বন্ধুকে আবারও কাছে পেয়ে খুশি ঋতুপর্ণা। হাসিমুখে ফ্রেমবন্দি হয়ে ধরা দিলেন দুই বন্ধু।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা সফরে আসেন ঋতুপর্ণা। সফরকালে নায়ক ফেরদৌসের বাড়িতেই ছিলেন তিনি। নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ঋতুপর্ণা। রাতে ক্লাবের অনুষ্ঠান সেরে ফেরদৌসের বাড়িতে যান নায়িকা।

এ বিষয়ে ফেরদৌস বলেন, অনেক দিন পর যেহেতু ঋতু ঢাকায় এসেছেন, তাই বললাম বাইরে না থেকে যেন আমার বাড়িতেই থাকেন। একদিনের জন্য তাকে অতিথি হিসেবে আপ্যায়ন করতে চাই। খুব আনন্দের সঙ্গে আমার নিমন্ত্রণ গ্রহণ করেন ঋতু। বহু দিন পর দুই বন্ধুর চমৎকার আড্ডাও হলো।

‘ওস্তাদ’ নামের একটি ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন ফেরদৌস ও ঋতুপর্ণা। তারপর প্রায় ৫০টি ছবিতে জুটি বেঁধেছেন তারা। পেশাদারি সম্পর্ক কখন যে বন্ধুত্বে পরিণত হয় সেটা তারা নিজেরাও জানেন না। ঋতুপর্ণা জানান, ফেরদৌসের মতো এত ভালো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

আইএ/ ১৩ মার্চ ২০২৩

Back to top button