জাতীয়

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন এমডি স্মৃতি কর্মকার

ঢাকা, ১২ মার্চ -প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ মার্চ ২০২৩

Back to top button