ক্রিকেট

ওয়ানডে দল থেকে বাদ মাহমুদউল্লাহ

ঢাকা, ১২ মার্চ – ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকা তাইজুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে। দলে ঢুকেছেন তরুণ ব্যাটার জাকির হাসান। এছাড়া ওয়ানডে দলে ফেরানো হয়েছে স্লগার খ্যাত ব্যাটার ইয়াসির রাব্বি ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে।

সূত্র: সমকাল
আইএ/ ১২ মার্চ ২০২৩

Back to top button