পাল্টাপাল্টি হামলায় শত শত সেনাকে হত্যার দাবি ইউক্রেন-রাশিয়ার
কিয়েভ, ১২ মার্চ – ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এখনো চলমান রয়েছে। এরই মধ্যে শনিবার একদিনের লড়াইয়ে দুইপক্ষ এক অপরের দুই শতাধিকেরও বেশি সেনা হত্যার দাবি করেছে।
মস্কোপন্থি সেনারা বিগত কয়েক মাস ধরে পূর্ব দনবাস অঞ্চলের বাখমুত শহর দখলের জন্য লড়াই করছে। তাদের প্রতিহত করতে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এতে উভয়পক্ষই তাদের উল্লেখযোগ্য হতাহতের কথা স্বীকার করলেও তা ঠিক কতজন তা স্পষ্ট করেনি।
তবে, ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, রুশ সেনারা বাখমুতে বিগত ২৪ ঘণ্টায় ১৬ বার আক্রমণ চালিয়েছে। পাশাপাশি ২৩টি সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে ২২১ জন মস্কোপন্থি সেনা নিহত ও ৩ শতাধিকেরও বেশি সেনা আহত হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২১০ জন ইউক্রেন সেনাকে হত্যা করেছে। তবে সেরহি চেরেভাতির এ দাবি বিগত ২৪ ঘণ্টা নাকি শুক্রবারের ঘটনা তা নিশ্চিত করেননি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহযোগী শুক্রবার জানিয়েছিলেন, কিয়েভ বাখমুতে শেষ অবধি লড়াই করে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। কারণ, এর মধ্য দিয়ে রাশিয়ার সবচেয়ে দক্ষ ইউনিটকে দুর্বল করে ফেলা সহজ হচ্ছে।
মস্কো বলছে বাখমুত দখল করতে পারলেই পুরো দনবাস অঞ্চল এলাকায় তাদের হাতের মুঠোয় চলে আসবে। যার মধ্য দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা দেয়া সম্ভব হবে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ও ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইউক্রেনের বেশকিছু শহর ও গ্রাম।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ মার্চ ২০২৩