জাতীয়
মিরপুরে জামায়াতের গোপন বৈঠক থেকে নেতাকর্মী আটক
ঢাকা, ১২ মার্চ – রাজধানীর মিরপুর এলাকায় গ্লাসী চাইনিজ কনভেনশন সেন্টারে জামাতের নেতাকর্মীদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে।
শনিবার রাতে মিরপুর ১ এ ক্যাপিটাল মার্কেটের ওই কনভেনশন সেন্টারে জামায়াত নেতাকর্মীদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জামায়াতের বৈঠকের বিষয়ে জানতে পারি। পরে রাত ৮টায় অভিযান চালানো হয়। এখনও (রাত ১১টা) অভিযান চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ মার্চ ২০২৩