অন্যান্য

‘আর্জেন্টিনা ও বাংলাদেশের মানুষ ভাই ভাই’

ঢাকা, ১১ মার্চ – প্রথম দল হিসেবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে আর্জেন্টিনা দল। গতকাল শুক্রবার সকালে দলটি এসে পৌঁছায়। আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

বাংলাদেশে এসে রাজধানীর একটি হোটেলে মিডিয়া ব্রিফিং করেছেন আর্জেন্টিনার কোচ ও দেশটির কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনিয়া। ৫৫ বছর বয়সী আকুনিয়া একসঙ্গে ফেডারেশন ও জাতীয় দল সামলাচ্ছেন।

আকুনিয়া বলেন, ‘ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের একইরকম অনুভূতি দেখেছি। বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার প্রতি উৎসাহ দেখিয়েছে, টিভিতে সেটা আমরা দেখেছি। আমরা অভিভূত। বলতে চাই-বাংলাদেশের মানুষ ও আমরা ভাই ভাই।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনায় সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর উন্মাদনা আরও বেড়ে গেছে। বিশেষ করে তরুণরা ফুটবলের প্রতি আরও বেশি বুঁদ হয়েছে। তবে আর্জেন্টাইনরা শুধুমাত্র একটা খেলা খেলে না, একাধিক খেলা খেলে।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ১১ মার্চ ২০২৩

Back to top button