জাতীয়

বিএনপি-জামায়াত হত্যা ও মিথ্যার রাজনীতি করে

ব্রাহ্মণবাড়িয়া, ১১ মার্চ – আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের প্রতিপক্ষ বিএনপি-জামায়াত, তারা কিন্তু বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে মিথ্যার রাজনীতি। হত্যা আর মিথ্যা দিয়ে তারা দল তৈরি করেছে এবং রাজনীতি করে যাচ্ছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন তাদের পছন্দ হয় না। জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি ও মিসকিনের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

কসবা পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ মার্চ ২০২৩

Back to top button