ইউরোপ

কিয়েভে জেলেনস্কির সঙ্গে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

কিয়েভ, ১১ মার্চ – ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।

বৈঠকের পর এক টেলিগ্রামবার্তা জেলেনস্কি বলেন, ইউক্রেনের স্বাধীনতার জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা সম্মান জানাই। খবর আনাদোলুর।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সানা মারিন আমার সঙ্গে আমাদের জাতীয় বীরদের প্রতি সম্মান জানিয়েছেন।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রশংসা করে জেলেনস্কি বলেন, সানা মারিন ইউক্রেনের একজন প্রকৃত বন্ধু। তিনি স্বাধীন ইউরোপে বিশ্বাসী।

জেলেনস্কি বলেন, সানা মারিন আপনাকে আন্তরিক ধন্যবাদ ইউক্রেনের এ দুর্দিনে জোড়ালো সমর্থন দিয়ে পাশে থাকার জন্য।

সূত্র: যুগান্তর
আইএ/ ১১ মার্চ ২০২৩

Back to top button