এশিয়া

মিয়ানমারে ফের নির্বাচন বিলম্বের ইঙ্গিত জান্তার

নেপিডো, ১১ মার্চ – আগামী বছরের শেষ দিকে মিয়ানমারে জাতীয় আদমশুমারি হওয়ার কথা বলেছে দেশটির জান্তা সরকার। সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করে দেওয়া এই বক্তব্যকে আবারও নির্বাচন পেছানোর ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট-এর প্রতিবেদনে এমন কথা উঠে এসেছে। খবর রয়টার্সের।

মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যাবিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর মিয়ানমারে দেশব্যাপী একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে। তবে পর্যবেক্ষদের মতে, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

এর আগে ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশটিতে সঠিক ভোটার তালিকা নিশ্চিত করতে মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং একটি জাতীয় আদমশুমারির প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। যে কোনো নির্বাচনের আগে আদমশুমারির পরামর্শ দিয়েছিলেন তিনি। এ ছাড়া তিনি বলেছিলেন, দেশে স্থিতিশীলতা থাকলে তবেই নির্বাচন হওয়া সম্ভব।

সূত্র: সমকাল
আইএ/ ১১ মার্চ ২০২৩

Back to top button