জাতীয়

ময়মনসিংহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের তোরণ

ময়মনসিংহ, ১০ মার্চ – শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা ময়মনসিংহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ময়মনসিংহে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন সড়কে তোরণ নির্মান করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। এ ছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার আর ফেস্টুন সাঁটিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তোরণ, ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে সার্কিট হাউজ ময়দানের জন সভাস্থলসহ ময়মনসিংহ নগরীর প্রতিটি সড়ক ও পাড়া মহল্লা। দলের নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, রওশন এরশাদ ময়মনসিংহ সদর আসনের স্থানীয় সংসদ সদস্য, তাই দেশের প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন উপলক্ষে আন্তরিকতার বহিঃপ্রকাশ স্বরূপ তাকে জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি বলেন, অতীতে ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক ভূমিকা ছিলো যা উল্লেখ করার মতো। প্রধানমন্ত্রী এবারের সফরে ময়মনসিংহবাসীর উন্নয়নে আরও নতুন কিছু উপহার দেবেন এমন প্রত্যাশা জাতীয় পার্টির নেতৃবৃন্দের।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে বিরোধী দলের এমন শুভেচ্ছা বার্তা আমাদের আশান্বিত করে। দেশের প্রতিটি রাজনৈতিক দল যদি সকল বিভেদ ভুলে দেশের উন্নয়নের এক সাথে কাজ করতো তাহলে সাধারণ মানুষ অনেক খুশি হত। দেশে রাজনৈতিক সহিংসতা থাকতো না।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১০ মার্চ ২০২৩

Back to top button