উত্তর আমেরিকা

খ্যাতনামা মানুষদের কাছ থেকে পাওয়া দেড় শতাধিক চিঠি প্রকাশ করছেন ট্রাম্প

ওয়াশিংটন, ১০ মার্চ – ক্ষমতার চার বছরে খ্যাতনামা ব্যক্তিদের কাছ থেকে অনেক চিঠি পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেসব থেকে ১৫০টি চিঠির একটি বই বের করতে চলেছেন এই নেতা।

বৃহস্পতিবার ট্রাম্প ও প্রকাশনা সংস্থা উইনিং টিম পাবলিশিংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ‘লেটারস টু ট্রাম্প’ নামের চিঠির সংকলনটিতে প্রকাশিত হবে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও অপরাহ উইনফ্রের মতো বড় বড় মানুষদের লেখা চিঠিও। সংকলনটি আগামী মাসেই প্রকাশ হতে যাচ্ছে।

বইটির প্রকাশক জানান, বিগত ৪০ বছরে ইতিহাসের খ্যাতনামা অনেক নামই বইটিতে দেখতে পাবেন। সংকলনটিতে প্রতিটি চিঠির সঙ্গে ট্রাম্পের মন্তব্যও থাকবে। এতে মাইকেল জ্যাকসন, ক্লিন্ট ইস্টউড, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা চিঠি থাকবে। এ ছাড়াও থাকবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার কাছ থেকে পাওয়া চিঠি।

সূত্র: যুগান্তর
আইএ/ ১০ মার্চ ২০২৩

Back to top button