মাগুরা
বরযাত্রীবাহী বাস খাদে, আহত ১০
মাগুরা, ১০ মার্চ – মাগুরার গোয়ালবাথান এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিন জনকে মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন- সঞ্জয় মিত্র (৩০), প্রকাশ সাহা (৩৫) ও স্মতি সাহা (২৮)। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে মাগুরা- নড়াইল সড়কের গোলায়াবাথান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শত্রুজিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবাশ চন্দ্র দাম বলেন, মাগুরার শ্রীপুর উপজেলার একটি গ্রাম থেকে বরযাত্রী নিয়ে বাসটি নড়াইল জেলার গোবরডাঙ্গা গ্রামে যাচ্ছিল। মাগুরা-নড়াইল সড়কের গোলায়াবাথান এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ মার্চ ২০২৩