দক্ষিণ এশিয়া

কয়লা-জলবিদ্যুৎকে অবজ্ঞা, লোডশেডিংয়ের উচ্চ ঝুঁকিতে ভারত

নয়াদিল্লি, ১০ মার্চ – কয়লাচালিত নতুন বিদ্যুৎকেন্দ্র ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে বিলম্ব হওয়ায় চলতি গ্রীষ্ম ও আসছে বছরগুলোতে রাতের বেলায় লোডশেডিংয়ের উচ্চ ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে ভারত। দেশটির বিদ্যুতের বাড়তি চাহিদা মেটানোর সক্ষমতা সীমিত হয়ে আসাও এক্ষেত্রে ভূমিকা রাখছে।

বহুসংখ্যক সৌরবিদ্যুৎ কেন্দ্রকে দ্রুতগতিতে গ্রিডে যুক্ত করে নেওয়ায় দেশটি দিনের বেলার ঘাটতিটুকু পুষিয়ে নিতে পারলেও রাতে এই সুবিধা পাওয়া যাচ্ছে না। কয়লাচালিত ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর সেই ঘাটতি মেটানোর সক্ষমতা না থাকায় শতকোটির বেশি জনসংখ্যার দেশটির কোটি কোটি মানুষ রাতে লম্বা সময়ের জন্য লোডশেডিংয়ের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে দেশটির সরকারি তথ্য ও অভ্যন্তরীণভাবে পর্যালোচিত নথির বরাতে জানা গেছে।

চলতি বছরের এপ্রিলে ‘সৌরবিদ্যুৎহীন সময়ে’ ভারতে বিদ্যুতের প্রাপ্যতা সর্বোচ্চ চাহিদার চেয়ে এক দশমিক ৭ শতাংশ কম হতে পারে বলে দেশটির কেন্দ্রীয় গ্রিড নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পর্যালোচিত এক অভ্যন্তরীণ নোটে দেখা গেছে। রয়টার্স।

সূত্র: সমকাল
আইএ/ ১০ মার্চ ২০২৩

Back to top button