জাতীয়

মানে উন্নতি, তবুও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ঢাকা, ১০ মার্চ – ঢাকার বাতাসের মান ভালো অবস্থানে ফিরেছে। তবে আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। শুক্রবার সকাল ৮টা ২১মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৬২। দূষিত শহরের তালিকায় ১১তম স্থানে রয়েছে। আজ তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৯৩।

একিউআই স্কোরে দ্বিতীয় স্থানে আছে চীনের উহান শহর, স্কোর ২০৮। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের আরেক শহর করাচি। চতুর্থ স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই, স্কোর ১৮৯। পঞ্চমে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, স্কোর ১৮২।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

সূত্র: সমকাল
আইএ/ ১০ মার্চ ২০২৩

Back to top button