অর্ধশতাধিক নারীর নামে আইডি খুলে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম, ১০ মার্চ – সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্ধশত নারীদের নামে ফেইক আইডি খুলে নানা কৌশলে তাদেরকে ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলতো আল মাসুম (৩০) নামে এক যুবক। ব্ল্যাকমেইলকারী সেই যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার ভোরে হালিশহরের নিউমুরিং তক্তারপুল এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্ল্যাকমেইলে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আল মামুন নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর বাছুর আলী সওদাগর বাড়ির নিউমুরিং তক্তারপুল এলাকার আবু শুক্কুরের ছেলে। মামুন চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করে।
পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন- তাদের ছবি এবং তথ্য ব্যবহার করে অজ্ঞাত কেউ ফেসবুক আইডি খুলেছে। আবার এসব আইডি ব্যবহার করে বিভিন্ন লোকজনকে অশালীন মেসেজ পাঠাচ্ছেন। একই বিষয়ে পুলিশ সদর দপ্তরের সাইবার সাপোর্ট ফর উইমেন পেজে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর আধুনিক তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে আল মাসুম নামে এক যুবককে শনাক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মঞ্জুর মোর্শেদ জানান, আসামির কাছ থেকে জব্দকৃত ডিভাইসসমূহ প্রাথমিকভাবে পরীক্ষা করে ঘটনা সংশ্লিষ্ট ডিজিটাল আলামত পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ মার্চ ২০২৩