শিক্ষা

এইচএসসিতে শতভাগ ফেল করা ৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

ঢাকা, ০৯ মার্চ – এ বছর প্রকাশিত এইচএসসি (২০২২) পরীক্ষার ফলাফলে শতভাগ ফেল করা আট শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে বোর্ডকে সবাই ফেল করার কারণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানো নোটিশে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের উদ্দেশ্যে বলা হয়, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় আপনার প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। তাই আপনার প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না, তা ব্যাখ্যাসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে জানাতে হবে।

কারণ দর্শানোর তালিকায় রয়েছে রাজধানীর সবুজবাগের সেন্ট্রাল আইডিয়াল কলেজ, শাহজাহানপুরের ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, মানিকগঞ্জ সদরে আফরোজা রমজান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের আলেয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী নূর নেছা কলেজ, গোপালগঞ্জের কাশিয়ানীর রাতৈল কলেজ ও সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ, কিশোরগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল (অব.) করিম ভুঁইয়া কলেজ।

গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সারাদেশে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন আটটি প্রতিষ্ঠান রয়েছে। বাকিগুলো নয়টি শিক্ষাবোর্ডের। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে শোকজ দেওয়া হবে বলে জানা গেছে।

সূত্র: সমকাল
আইএ/ ০৯ মার্চ ২০২৩

Back to top button