ক্রিকেট
সল্টকে ফিরিয়ে ৮০ রানের ওপেনিং জুটি ভাঙলেন নাসুম
ঢাকা, ০৯ মার্চ – ফিল সল্টকে আউট করার মধ্য দিয়ে ইংল্যান্ডের ৮০ রানের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ।
সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, তাতে অবশ্য ইংলিশ ওপেনার রিভিউ নেন সঙ্গে সঙ্গেই। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল। সল্ট ফিরেছেন ৩৫ বলে ৩৮ রান করে। ইংল্যান্ড দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারিয়েছে দলীয় ৮০ রানে।
সূত্র: যুগান্তর
এম ইউ/০৯ মার্চ ২০২৩