৬ দিনে ছ’কোটি নগদে সম্পত্তি কেনেন কেষ্ট! টাকার উৎস কী? অনুব্রতর কাছে উত্তর চাইছে ইডি
কলকাতা, ০৯ মার্চ – দিল্লিতে ইডির কবজায় অনুব্রত মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী, গরুপাচার করে যে টাকা উঠেছে, সেই টাকা কার কার, কোন কোন প্রভাবশালীর কাছে গিয়েছে সেই প্রশ্নের সামনে পড়তে হয় অনুব্রত মণ্ডলকে। এছাড়াও ২০১৪ ও ২০১৬-তে পরিবার ও নিজের সম্পত্তি বৃদ্ধিতে টাকার উৎস নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় অনুব্রত মণ্ডলকে।
নগদে সম্পত্তি ক্রয়
২০১৪ সালের ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বর এই আটদিনের মধ্যে সাড়ে ছয় কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং ভোলে বোম রাইস মিলের নামে। বোলপুরের কালিকাপুর মৌজায় জমি কেনা হয়। এর পুরো লেনদেনই নগদে করা হয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। কিন্তু সেই সময় এত টাকা কোথায় পেলেন অনুব্রত মণ্ডল, সেই প্রশ্নের উত্তরের খোঁজে ইডির আধিকারিকরা।
বাজারের দামের থেকে ডিড ভ্যালু কম
গরুপাচারের থেকে পাওয়া টাকাতেই অনুব্রত মণ্ডল এবং পরিবারের সম্পত্তি বৃদ্ধি বলে দাবি করে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিজেদের হেফাজতে নেওয়ার পরে সেইসব অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এছাড়াও ইডির আরও অভিযোগ ডিডে বাজার মূল্যের থেকে এইসব জমির কম মূল্য দেখানো হয়েছে। ২৩ লক্ষ টকারা সম্পত্তিকে ৮ লক্ষ টাকা দেখানো হয়েছে বলে জানানো হয়েছে ইডির সূত্রে।
নিজের নামেও জমি কিনেছিলেন অনুব্রত
স্ত্রী কিংবা মেয়ের নামেই সম্পত্তি বৃদ্ধি নয়, নিজের নামেও জমি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। ইডি সূত্রে দাবি করা হয়েছে ২০১৬ সালে নিজের নামে দেড় কোটি টাকার সম্পত্তি কিনেছিলেন অনুব্রত মণ্ডল।
সম্পত্তির উৎস নিয়ে কী উত্তর অনুব্রতর
সম্পত্তির এইসব তথ্য অনুব্রত মণ্ডলের সামনে রেখে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন আয়ের উৎস কী। রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের রোজগার সম্পর্কে জানতে চাইছেন ইডির আধিকারিকরা। এছাড়া অনুব্রত মণ্ডলের পরিচারক, কর্মী, মেয়ের গাড়ির চালক, যাঁদের বেতন কয়েক হাজার টাকার মধ্যে, তাঁদের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকা এল, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। দিল্লিতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরার সময় তিনি বলেছিলেন সব বাবা জানে। এবার বাবাকে হেফাজতে নিয়ে উত্তর খুঁজছে ইডি। সূত্রের খবর অনুযায়ী অনুব্রত মণ্ডল নাকি জানিয়েছেন, তিনি কিছুই মনে করতে পারছেন না। এব্যাপারে ইডির আধিকারিকদের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। বিষয়টি আদালতেও জানানো হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বুধবার অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করানোর পরে জিজ্ঞাসাবাদ শুরু হয়। শুক্রবার তাঁকে রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে। তদন্ত অসহযোগিতার কথা বলে তাঁকে ফের হেফাজতে চাইতে চলেছে ইডি।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
আইএ/ ০৯ মার্চ ২০২৩