উত্তর আমেরিকা

পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা ম্যাককনেল

ওয়াশিংটন, ০৯ মার্চ – ওয়াশিংটন ডিসির হোটেলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পড়ে যান ৮১ বছর বয়সি ম্যাককনেল। খবর: নিউইয়র্ক পোস্ট’র।

মিচ ম্যাককনেলের মুখপাত্র বলেন, ‘লিডার ম্যাককনেল ব্যক্তিগত পরিসরে ডিনারের সময় পড়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা চলছে।’ তবে ম্যাককনেলের শরীরে কোনো জখম বা সমস্যা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি মুখপাত্র।

রিপাবলিকান নেতা ম্যাককনেল ওয়াশিংটন ডিসির ওয়াল্ডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে ছিলেন।

সূত্র: সমকাল
আইএ/ ০৯ মার্চ ২০২৩

Back to top button