জাতীয়

বিস্ফোরণ গ্যাসের কারণে হয়নি

ঢাকা, ০৮ মার্চ – ঢাকা শহরে পাইপলাইনে সরবরাহ করা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাসের কারণে সিদ্দিকবাজারের বিস্ফোরণ হয়নি বলে মত দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষণের পর এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পর সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গেছেন। সেখান থেকে বুধবার দুপুরে তিতাসের পরিচালক (অপারেসন্স) ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, সংবাদ পাওয়ার পরই আমরা তদন্ত শুরু করেছি।

সেলিম মিয়া বলেন, বিস্ফোরণের শিকার ভবন দুটিতে তিতাসের সরবরাহ করা গ্যাসের সন্ধান পাওয়া যায়নি। ডিটেক্টর দিয়ে আমরা কোনো গ্যাসের উপস্থিতি পাইনি। একটি রাইজার পাওয়া গেছে, সেটি ক্ষতিগ্রস্ত হয়নি। এখন পর্যন্ত গ্যাসের কোনো আলামত পাওয়া যায়নি।

তিনি বলেন, যদি গ্যাস থেকে বিস্ফোরণ হতো, তাহলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত।

এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তির মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ।

তবে বিস্ফোরণের শিকার ভবন খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কেউ আটকে আছেন কিনা, তা নিশ্চিত করতে পারেননি উদ্ধারকারী ব্যক্তিরা। একই সঙ্গে দুর্ঘটনার শিকার ভবনে পুরোদমে উদ্ধার কাজও শুরু করা যায়নি।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৮ মার্চ ২০২৩

Back to top button