ইউরোপ

ইতালিতে উড়ন্ত দুই বিমানের সংঘর্ষ, নিহত ২ পাইলট

রোম, ০৮ মার্চ – ইতালির রাজধানী রোমের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝ-আকাশে সামরিক দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বিমান দুটিতে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, মঙ্গলবার মাঝ-আকাশে ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটিতেই আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় গুইদোনিয়া শহরের রাস্তায়; অন্যটি গিয়ে পড়ে নিকটবর্তী একটি মাঠে।

ইতালির বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় ইউ-২০৮ উড়োজাহাজ দুটি প্রশিক্ষণ মিশনে ছিল। এর দুটিতে দুজন পাইলট ছাড়া কোনো ক্রু ছিলেন না। দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।

তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ মার্চ ২০২৩

Back to top button