জাতীয়

‘একটা সংসার শেষ হয়ে গেল’

ঢাকা, ০৮ মার্চ – ‘ভাতিজা মমিনুল ইসলাম (৩৮) আর তার বউ নদী বেগম (৩৫) বাসার জন্য কিছু স্যানিটারি সরঞ্জাম কিনতে গিয়েছিল। তারা একসঙ্গে লাশ হয়ে ফিরবে এটা কে জানত। আহারে, একটা সংসার শেষ হয়ে গেল।’

কথাগুলো বলছিলেন রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত মমিনুলের চাচা জয়নাল আবেদীন।

ভাতিজা ও তার স্ত্রীর মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। এখানে তিনি দুইজনের লাশ শনাক্ত করেন। পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগে থাকতেন এই দম্পতি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশের সাত তলা ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে সাত তলা ভবনের পাশে আরেকটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি। সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান ছিল। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে।

এ ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। আহত হয়েছেন শতাধিক।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ মার্চ ২০২৩

Back to top button