জাতীয়

নির্বাচনে প্রস্তুতির সময় আছে দুই থেকে আড়াই মাস

ঢাকা, ০৭ মার্চ – আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের সামনে দুই থেকে আড়াই মাস সময় আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের হাতে দুই থেকে আড়াই মাসের বেশি সময় আছে বলে আমার মনে হয় না।’

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

দেশের বর্তমান স্থির অবস্থান কোনও কারণে পাল্টে গেলে, বাংলাদেশ আবারও উল্টো পথে যাত্রা করবে, মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কাজেই আমাদের নিজেদের আজ আত্মসংযমী হতে হবে। আমাদের নিজেদের আজ আত্মসমালোচনা করতে হবে। যে ঘাটতি আমরা লক্ষ্য করছি, তা পূরণ করতে সামনে দুই মাসের থেকে বেশি সময় নেই।’

তিনি বলেন, ‘আমাদের উপ মিটি করার জন্য, আমাদের নগর কমিটি, বিভিন্ন ওয়ার্ড কমিটি করার জন্য, আমাদের সদস্য সংগ্রহ অভিযানের জন্য, আমাদের গণসংযোগ করার জন্য— হাতে দুই থেকে আড়াই মাসের বেশি সময় আছে বলে আমার মনে হয় না।’

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সময় গড়িয়ে যায়। আমাদের শত্রুরা কিন্তু বসে নেই। তারা জেনে গেছে— ইলেকশন হলে শেখ হাসিনা জনপ্রিয়তার কাছে তাদের পরাজয় অবশ্যম্ভাবী।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যা ভেবেছিলেন, যা চিন্তা করেছিলেন আপন মনে, আপন চেতনায়। তিনি দূরদর্শী এক রাষ্ট্রনায়ক, একজন দার্শনিক, একজন চিন্তানায়ক, রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছিলেন। জনতাকে উসকে দেওয়ার মতো কোনও কথা ভুলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ থেকে কখনও উচ্চারিত হয়নি।’ বঙ্গবন্ধুর মতো দার্শনিক রাষ্ট্রনায়ক আরেকজন খুঁজে পাওয়া দুষ্কর বলেও মনে করেন ওবায়দুল কাদের।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৭ মার্চ ২০২৩

Back to top button