প্রস্তুতি পেরিয়ে ভারত থেকে পাইপলাইনে তেল আসছে বুধবার
ঢাকা, ০৭ মার্চ – বিভিন্ন প্রস্তুতি শেষে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনে (১৩০ কিলোমিটার দীর্ঘ) ভারত থেকে বুধবার তেল আসছে। শিলিগুড়িতে নুমালিগড় রিফাইনারির বিপণন টার্মিনাল থেকে বিপিসির পার্বতীপুর ডিপোতে আসবে আমদানি করা তেল। উদ্বোধন হবে ১৮ মার্চ।
জানা গেছে, ভারত থেকে তেল আনতে পাইপলাইন নির্মাণের কাজ শেষ। এখন সরবরাহ শুরুর পালা। এটি উদ্বোধনের আগে পরীক্ষামূলক কার্যক্রম।
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ জানিয়েছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর হয়ে প্রথম এই আন্তঃদেশীয় পাইপলাইন দিয়ে পরীক্ষামূলক তেল সঞ্চালন শুরু হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, প্রথম দিকে ৭/৮ দিন দৈনিক কয়েক ঘণ্টা ধরে চলবে পরীক্ষামূলক সরবরাহ। আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী এ পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় নির্মিত এ পাইপলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোকে সংযুক্ত করা হয়েছে। এতদিন ভারতের ওই রিফাইনারি থেকে রেলপথে তেল আসছে। খরচ সাশ্রয়ে পরে পাইপলাইনে তেল আমদানির উদ্যোগ নেয়া হয়।
এখন পাইপলাইন নির্মাণ হওয়ার পর তেল পরিবহনের খরচ সাশ্রয় ও সময় বাঁচবে। অনেক বেশি তেল আনা যাবে। পার্বতীপুরে পাইপলাইন নির্মাণের কাজ শেষ হলেও এখন বেশ কয়েকটি সংরক্ষণাগার বা রিজার্ভার তৈরি বাকি আছে।
২০২২ সালে পেট্রোল, অকটেন, ডিজেল মিলিয়ে ৬০ লাখ টন জ্বালানির প্রয়োজন হয়েছিল, এর মধ্যে শুধু ডিজেলই প্রয়োজন হয়েছে ৪৮ লাখ টন। এর মধ্যে উত্তরবঙ্গের ১৬ জেলায় প্রয়োজন হয়েছিল প্রায় ১০ লাখ টন জ্বালানির।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইনের কাজ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ মার্চ ২০২৩