জাতীয়

ভবনের পিলারে ফাটল, গুলিস্তানে উদ্ধার কাজ স্থগিত

ঢাকা, ৭ মার্চ – গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের পর ভবনের পিলারে ফাটল দেখা দেওয়ায় উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. ক. তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার রাত ৮টার পর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভবনের পিলারে ফাটল দেখা দেওয়ায় আপাতত উদ্ধার কাজ স্থগিত রেখেছে ফায়ার সার্ভিস। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরে আবার উদ্ধার কাজ শুরু হবে।

বিস্ফোরণের পর এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ১০০ জনকে।

নিহত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণে নিহত ১৫ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। লাশগুলো প্যাকেটবন্দী করে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) মুহিত উদ্দিন আহমেদ। তিনি জানান, গুলিস্তানে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৭ মার্চ ২০২৩

Back to top button