জাতীয়

রাস্তায় ছিল ভয়াবহ যানজট, তখনই বিস্ফোরণ

ঢাকা, ০৭ মার্চ – ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণের সময় রাস্তায় ভয়াবহ যানজট ছিল। এই যানজট থাকার কারণেই আহতের সংখ্যা বেড়েছে।

ঘটনাস্থল সংলগ্ন রাস্তায় যারা ছিল, তারাই হতাহত হয়েছেন।
ভয়াবহ বিস্ফোরণের কারণে অন্যান্য যানবাহনের পাশাপাশি তিনটি বাসের গ্লাস চুরমার হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ানে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলের দিকে রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

ঘটনাস্থল সংলগ্ন রাস্তায় গুলিস্তান গামী তিন চাকার ভ্যানে ইলেকট্রিক মালামাল নিয়ে অবস্থান করছিলেন চালক সেন্টু। তিনি জানান, সিগন্যালের কারণে ভয়াবহ যানজট ছিল। তখনই বিস্ফোরণ ঘটে। রাস্তায় মানুষের ওপরে বিস্ফোরণে ধ্বংস হওয়া বিভিন্ন বস্তু এসে পড়তে থাকে। এতে অনেকেই আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন চালক সেন্টু। তার মতো এখানে অনেকেই এসেছেন। সেন্টুর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় কাচের টুকরোর এসে লেগেছে।

হাসপাতালে সেন্টুর সঙ্গে থাকা ইব্রাহিম রাব্বিও জানান, বিস্ফোরণের সময় রাস্তায় জ্যাম ছিল। আর এতে অনেকে আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এই ঘটনায় শতাধিক লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৭ মার্চ ২০২৩

Back to top button