জাতীয়

বিস্ফোরণে ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত

ঢাকা, ০৭ মার্চ – রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টার সংলগ্ন একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেসরকারি ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।

ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম এই তথ্য জানিয়ে বলেন, আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, ব্যাংক যে ভবনে, ওই ভবনে বিস্ফোরণ ঘটেনি।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, ক্ষতিগ্রস্ত ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভেতরে আরও কেউ আটকা পড়েছে কিনা, তা খুঁজে দেখছেন ফায়ার ফা্ইটাররা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ মার্চ ২০২৩

Back to top button