জাতীয়
গুলিস্তানে বিস্ফোরণ : শতাধিক আহতকে আনা হলো ঢামেকে
ঢাকা, ০৭ মার্চ – রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা এখন পর্যন্ত শতাধিক আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিস্ফোরণে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৭ মার্চ ২০২৩