জাতীয়

গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মানুষের আহাজারিতে ভারী গুলিস্তান

ঢাকা, ০৭ মার্চ – রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ৮ জন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক। আহতদের অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন বাহনে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।

হতাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল। ভবনের ভেতরে অনেক মানুষ এখনো আহত হয়ে পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৭ মার্চ ২০২৩

Back to top button