জাতীয়
দালাল ধরতে তিন হাসপাতালে র্যাবের অভিযান
ঢাকা, ০৭ মার্চ – রাজধানীর শেরেবাংলা নগর এলাকার সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে হাসপাতালগুলোতে একযোগে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা শুরু করে র্যাব-২।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৭ মার্চ ২০২৩