দক্ষিণ এশিয়া
পাকিস্তানে আত্মঘাতী হামলার ‘দায় স্বীকার ইসলামিক স্টেটের’
ইসলামাবাদ, ০৭ মার্চ – সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠী মতে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
সোমবার স্থানীয় সময় সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে সিব্বি শহরে হামলার ওই ঘটনা ঘটে। এতে আরও ১৩ পুলিশ সদস্য আহত হন। খবর রয়টার্সের
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন এক আত্মঘাতী বোমারু মোটরসাইকেলে করে এসে পুলিশ ভ্যানে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়।
সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিটা কাটজ এক টুইটে বলেছেন, ‘বেলুচিস্তানের সিব্বিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস (আইএস)।’
সূত্র: সমকাল
আইএ/ ০৭ মার্চ ২০২৩