জাতীয়

‘কম খরচে হজে যাওয়ার উদ্যোগ সরকারকেই নিতে হবে’

ঢাকা, ০৬ মার্চ – দুর্নীতির কারণেই হজযাত্রীদের জন্য জনপ্রতি প্রায় ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য। হজ ফান্ড করতে হবে।

সোমবার (৬ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের মানুষ হজ ফান্ডে টাকা দিতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ সাধ্যমতো সহায়তা দিতে রাজি। দেশের মানুষ যেন অর্ধেক খরচে হজ যেতে পারেন সে উদ্যোগ সরকারকেই নিতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, কারও স্বার্থ রক্ষার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি জনগণের স্বার্থ রক্ষার জন্য। জনগণের পছন্দে জনপ্রতিনিধি হতে হবে। আমরা জনগণের সব অধিকার রক্ষা করতেই রাজনীতি করছি। আমরা কোনো দলের বি-টিম নয়।

এসময় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করেছে। তারা বারবার ক্ষমতায় গিয়ে ইচ্ছেমতো দেশ চালিয়েছে। দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজি ও দলবাজির কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। ওই দুটি দলের কথা দেশের মানুষ বিশ্বাস করে না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ মার্চ ২০২৩

Back to top button