ক্রিকেট

লিটনের পর তামিমের বিদায়

ঢাকা, ০৬ মার্চ – বাংলাদেশ: ১৭/২ (৩ ওভার)

মুশফিক ০*, শান্ত ৫*

আবারও কারানের আঘাত। হালকা সুইং করা বলে ফ্লিক করতে চেয়েছিলেন তামিম। টাইমিং ঠিক হয়নি। বল চলে যায় পয়েন্টে। সহজ ক্যাচ ধরেন জেমস ভিন্স। শুরুতেই বাংলাদেশ হারালো ২ উইকেট। ৬ বলে ১১ রান করেন তিনি। এর আগে লিটন ফেরেন শূন্য রানে। ১৭ রানে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ।

টানা দুই ম্যাচে লিটনের শূন্য

আবারও লিটন দাস আউট প্রথম ওভারে। টানা দুই ম্যাচে ফিরলেন শূন্য রানে। স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। এর আগের ম্যাচে কারানের প্রথম বলেই ফেরেন শূন্য রানে। তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭, ০, ০। সিরিজে বাংলাদেশের ব্যাটিং ভরাডুবির অন্যতম কারণ শুরুতেই লিটনের আউট হয়ে যাওয়া। চট্টগ্রামে স্পোর্টিং উইকেটেও লিটন ব্যর্থ।

বিশ্রামে তাসকিন, ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ সোমবার দুপুর ১২টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ টস জিতে। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে ইংল্যান্ড।

বাংলাদেশ নেমেছে এক পরিবর্তন নিয়ে। বিশ্রামে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। একাদশে ঢুকেছেন ইবাদত হোসেন চৌধুরী।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড দল নেমেছে তিন পরিবর্তন নিয়ে। একাদশে ফিরেছেন জোফরা আর্চার, ক্রিস ওকস। অভিষেক হচ্ছে রেহান আহমেদের।

ইংল্যান্ড একাদশ

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস, রেহান আহমেদ ও জফ্রা আর্চার।

৯ বছর পর ধবলধোলাইয়ের মুখে বাংলাদেশ

২-০ ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাংলাদেশের সামনে ৯ বছর পর ঘরের মাঠে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে শেষবার সিরিজের সবগুলো ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেবার হাথুরুসিংহের প্রথম মেয়াদের প্রথম সিরিজ ছিল। কাকতালীয়ভাবে এবার হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের প্রথম সিরিজ! মাঝের বছরগুলোতে ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশ ছিল এক কথায় অপ্রতিরোধ্য। ১৬ সিরিজে এবারেরটিসহ মাত্র হেরেছে তিনটিতে।

চট্টগ্রামের উইকেটে বড় পরীক্ষা

ইংলিশদের সামনে সাগরিকার উইকেটে হতে পারে বড় পরীক্ষা। বিস্ফোরক ব্যাটসম্যানদের ছড়াছড়ি ইংল্যান্ড দলে, ব্যাটিং বান্ধব হিসেবে পরিচিত এই উইকেটে কীভাবে আঁটসাঁট বোলিং করেন স্বাগতিক বোলাররা এটাই দেখার বিষয়। ব্যাটসম্যানদের লড়তে হবে বিশ্বসেরা বোলারদের বিপক্ষে। সবমিলিয়ে স্পোর্টিং উইকেটে ওয়ানডেতে বাংলাদেশের শক্তির পরীক্ষা হয়ে যাবে। মাত্র তিন মাস আগে এই ভেন্যুতে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল। জবাবে ১৮২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ইংলিশরাও কি তেমন কিছু করবে?

বাউন্স ব্যাক করতে চায় বাংলাদেশ

সব পেছনে ফেলে বাংলাদেশ চায় পাল্টা আক্রমণ করতে। স্পিন কোচ রঙ্গনা হেরাথের প্রত্যাশা তেমনটাই, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য আমরা মুখিয়ে আছি।’

সিরিজ জিতে নির্ভার ইংল্যান্ড

অন্যদিকে বাংলদেশ দলের তুলোনায় ইংল্যান্ড শিবির ছিল নির্ভার। উইকেট নিয়েও তাদের মাঝে নেই কোনো দুশ্চিন্তা। ‘যদি ঘূর্ণি উইকেটও হয়, আমরা মানিয়ে নিতে পারব। ভারতে গিয়েও হয়ত এরকম উইকেট পাব আমরা। আমরা সেখানে যাব এবং চাইব বিশ্বকাপ জিততে। আমাদের ব্যাটিং ইউনিট নিশ্চয়ই রোমাঞ্চিত হবে’-এভাবেই বলেছেন ইলিংশ পেসার মার্ক উড।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ৬ মার্চ ২০২৩

Back to top button