জাতীয়

খুলে পড়ল বিমানের চাকা, শাহজালালে অবতরণ

ঢাকা, ৬ মার্চ – বিমানের যন্ত্রাংশ পরীক্ষার কাজে ব্যবহৃত ক্যালিব্রেশন বিমানের চাকা খুলে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা না ঘটেলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট-ক্রুসহ তিন জন। গতকাল রোববার বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, প্লেনের যন্ত্রাংশ পরীক্ষার কাজে বিদেশি ওই ছোট বিমানটি ব্যবহার করছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানটিতে পাইলট-ক্রুসহ ছয় যাত্রী ছিলেন। গতকাল সকাল ৯টা ৫৮ মিনিটে বরিশাল বিমানবন্দরের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় স্মার্ট টেকনোলজি লিমিটেডের ছোট প্লেনটি। এদের মধ্যে চার জন বিদেশি পাইলট ও ক্রু, বেবিচকের এক কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা ছিলেন।

কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানটি বেলা পৌনে ১১টায় বরিশাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তিনজন প্লেন থেকে নেমে যান। পরে বিমানবন্দরের প্লেনের যন্ত্রাংশ পরীক্ষার জন্য পাইলট তিন জনকে নিয়ে ফের বিমানটি নিয়ে উড্ডয়ন করেন। তখন পাইলট দেখতে পান বিমানের নোজ হুইলের (সামনের চাকা) একটি চাকা খুলে পড়ে গেছে।

এ অবস্থায় বরিশাল বিমানবন্দরে অবতরণ না করে পাইলট ঢাকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটি নিরাপদে অবতরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে হয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস কর্মীদের। দুপুর আড়াইটায় শাহজালালে নিরাপদে অবতরণ করে বিমানটি। এতে বিমানবন্দরে কিছু সময় উড্ডয়ন-অবতরণ বন্ধ ছিল।

এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের কারিগরি বিভাগের পরিচালক (সিএনএস) মাহবুবুর রহমান বলেন, ‘পাইলট কোনো ঝুঁকি না নিয়ে ঢাকায় অবতরণ করতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটির খুলে পড়া ফাটা চাকাটি বরিশাল বিমানবন্দরে পড়ে ছিল।’

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন,‘বরিশালে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিমানকে ঢাকায় অবতরণ করতে বলা হয়।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ৬ মার্চ ২০২৩

Back to top button