দক্ষিণ এশিয়া

৮ মার্চ ত্রিপুরা যাচ্ছেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ০৬ মার্চ – আগামী ৮ মার্চ শপথ নিতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের গোটা মন্ত্রিসভা। কিন্তু কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? এ নিয়ে শনিবার গভীর রাতেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দুই দিনের মধ্যেই এসব বিষয়ে চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি জানান।

দলীয় সূত্রে জানা গেছে, আপাতত বিদায়ী মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাই মুখ্যমন্ত্রী হচ্ছেন ত্রিপুরার। এদিক থেকে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী প্রতিমা ভৌমিককে অঘোষিতভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেও মুখ্যমন্ত্রী না করায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেই তিনি দায়িত্ব পালন করবেন।

এদিকে, রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এখন পর্যন্ত কারা কারা সরকার গঠন করতে যাচ্ছেন এ নিয়ে রাজ্যপাল সত্য দেব নারায়ন আর্যকে কোনো ধরনের দাবি জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সোমবারই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিভিন্ন সূত্র বলছে, যারা মন্ত্রীর দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেককে আরও একবার দায়িত্ব দেওয়া হতে পারে।

দ্বিতীয় সর্বাধিক আসন নিয়ে জয়ী তিপ্রা মথাকে নিয়েও চলছে আলোচনা। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে তিপ্রা মথাকেও সরকারে রাখতে চায় বিজেপি? একাধিক সূত্র জানিয়েছে, এ ধরনের একটি প্রস্তাব এরই মধ্যে পাঠানো হয়েছে তিপ্রা মথার ঘরে।

রাজ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রোববার দিনভর মঞ্চ তৈরির কাজ চলে আগরতলার স্বামী বিবেকানন্দ মাঠে। বিজেপি জানিয়েছে, ৮ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত থাকবেন। এ উপলক্ষে রাজধানী আগরতলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৬ মার্চ ২০২৩

Back to top button