জাতীয়

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ঢাকা, ০৬ মার্চ – রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, কারাবন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ। তার সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এর আগে, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে রিজভীকে আটক করে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিএনপির অভিযোগ, রিজভী কারাগারে যাওয়ার আগে থেকেই অনেকটা সুস্থ ছিলেন। কিন্তু কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বেড়েছে। কিন্তু রিজভী অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রবিধান এবং কোর্টের নির্দেশনা মানা হচ্ছে না।

বিএনপির আইনজীবীরা জানান, রিজভীকে কারাগার থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন পরিবহনের ব্যবস্থার জন্য মৌখিক নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু আজও তা কার্যকর হয়নি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ মার্চ ২০২৩

Back to top button