ঢালিউড

ওমরাহর পথে মাহি, সঙ্গে আছেন স্বামী

ঢাকা, ৫ মার্চ – স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ রোববার সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে মক্কা-মদিনার উদ্দেশে দেশ ছাড়েন মাহি ও তার স্বামী

মাহির স্বামী কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী।

এর আগে স্বামীকে নিয়ে মাহি ওমরাহ পালনে গিয়েছিলেন। মাহি ওই সময় বলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নিচ্ছি। তাই আপাতত কোনো সিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এর পর রাকিবকে বিয়ে করেন মাহি।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

আইএ/ ৫ মার্চ ২০২৩

Back to top button