ক্রিকেট

তাসকিনের কাছ থেকে শিখছেন ইংলিশ পেসাররা

ঢাকা, ০৫ মার্চ – ঘরের মাঠে ইংল্যান্ড দলকে আথিয়েতা দিচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে টাইগাররা। তবে দুই ম্যাচে দাপুটে বোলিং করে ইংলিশদের আলাদা নজর কেড়েছেন টাইগারদের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

তাসকিনের গতিময় বোলিংয়ে শিক্ষা নিয়েছেন সফরকারী দলের দুই পেসার মার্ক উড ও জোফরা আর্চার।

মিরপুরে দুই ম্যাচ মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। প্রথম ম্যাচে তাসকিন মাত্র একটি উইকেট পেলেও তার গতিময় বোলিংয়ের কাছে ধুঁকেছে থ্রি-লায়ন্সরা। এই ম্যাচে নতুন বলে মুভমেন্টের সঙ্গে সঙ্গে সুইং আর বাউন্সে ফিল সল্ট, ডেভিড মালানদের নাস্তানাবুদ করেছেন তাসকিন। তার বোলিং দেখেই ক্রিস ওকস, জোফরা আর্চার ও মার্ক উডরা মিরপুরে বোলিং করার আদর্শ পরিকল্পনা সম্পর্কে ধারণা পেয়েছেন।

তাই বুঝি, রোববার (৫ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে তাসকিন বন্দনায় মাতলেন ইংলিশ পেসার মার্ক উড।

তার মতে, তাসকিন খুবই প্রশংসনীয় পারফর্ম করেছে। আমার একার না, সবার নজর কেড়েছে।

মার্ক উড বলেন, আমাদের পুরো দল বলেছে, সে (তাসকিন) কতটা ভালো বোলিং করেছে। খুব গতিতে বল করেছে, ভালো লেংথে রেখেছে। প্রথম ম্যাচে সেই আমাদের পেসারদের দেখিয়েছে যেকোনো জায়গায় আসলে বল করা উচিত। তার পারফরম্যান্স থেকে জোফরা আর্চার, ক্রিস ওকস এবং আমি অনেক কিছু শিখেছি।

মার্ক উডের দাবি, তাসকিন যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। এমন না যে শুধু উইকেট নিয়েছে, সে খুব আঁটসাঁট বোলিং করেছে।

এই পেসার বলেন, তার পারফরম্যান্স খুবই প্রশংসনীয় ছিল। আমাদের সব ব্যাটসম্যান বলেছে, তাসকিন খুব ভালো পারফর্ম করেছে। আশা করছি, সিরিজের শেষ ম্যাচেও সে ভালো করুক। কিন্তু অনেক উইকেট পাক, সেটা আমি চাই না। অবশ্যই সে খুব প্রশংসনীয় বোলিং করছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ মার্চ ২০২৩

Back to top button