আইন-আদালত

ডেসটিনির হারুনের জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ল

ঢাকা, ০৫ মার্চ – ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন আদালত। তিনি দুর্নীতির মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি।

রোববার (৫ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় হারুনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু ও মেহেদী হাসান শাহীন। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।

তার বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মামলা করে দুদক। মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ তোলা হয়। সে মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

এর পরেই জামিনের আবেদন করেন হারুন-অর-রশিদ। শুনানি শেষে তাকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ মার্চ ২০২৩

Back to top button