জাতীয়

শুধু ভুলত্রুটি নয়, সরকারের সাফল্যটাও তুলে ধরা প্রয়োজন

ঢাকা, ০৫ মার্চ – আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পৃথিবীর কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। দেশ পরিচালনায় সাফল্যের পাশাপাশি কিছু ভুলত্রুটি থাকে। এ কারণে শুধু ভুলত্রুটি নয়, সাফল্যটাও তুলে ধরা প্রয়োজন।
আজ রোববার রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বার্তা প্রধান ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু বিরোধীদলের কথা শুনলে তা মনে হয় না। পদ্মা সেতুর ওপর দিয়ে অন্য পাড়ে গিয়ে তারা বলেন–দেশে কোনো উন্নয়ন হয়নি। সেই বক্তব্যগুলো আবার সব টেলিভিশনে ভালোভাবে প্রচার হয়। সবার বক্তব্যই প্রচার হতে পারে, কিন্তু সত্য ঘটনাটাও প্রচার হতে হবে। তাহলে মানুষ সঠিক উপসংহারে উপনীত হবে।

তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোর বার্তা প্রধান ও সম্পাদকরা এ বৈঠকে অংশ নেন।

বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানে মালিকদের কথা শুনতে হয়, কিন্তু প্রতিদিন ‘ডে-টু-ডে এফেয়ার, আওয়ার-টু-আওয়ার এফেয়ার’ বার্তা প্রধানরা, সম্পাদকরা করেন। কোন সংবাদটা যাবে বা যাবে না, কতটুকু যাবে, কোন বাইট যাবে, সেটি আপনারাই নির্ধারণ করেন। সুতরাং গণমাধ্যমে কী পরিবেশন হচ্ছে সেই নিয়ন্ত্রণটা আপনাদের হাতে। এ জন্যই আপনাদের সঙ্গে আমি বসতে চেয়েছি।

সূত্র: সমকাল
আইএ/ ০৫ মার্চ ২০২৩

Back to top button