জাতীয়
সাইন্সল্যাবের আগুন নিয়ন্ত্রণে, ধসে পড়েছে ভবনের একাংশ
ঢাকা, ৫ মার্চ – রাজধানীর সাইন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার সকাল পৌনে ১০টা ৫২ মিনিটের দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণে তিনতলা ভবনটির একাংশ ধসে পড়েছে। বর্তমানে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সকাল ১০টা ৫২মিনিটে ওই ভবনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তবে বিস্ফোরণের কারণ ও হতাহতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ৫ মার্চ ২০২৩