মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারীসহ আহত ৩
ঝালকাঠি, ০৫ মার্চ – ঝালকাঠি শহরের শেখ রাসেল পৌর স্টেডিয়ামে রূপসী বাংলা মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে এক নারীসহ তিনজন আহত হয়েছে।
শনিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে ওই মেলায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নাগর দোলাটি ঘুরতে ঘুরতে দুটি দোলনায় হঠাৎ ধাক্কা খায়। এ সময় নাগরদোলাতে থাকা ছয়জন ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় পুতুল নামে এক নারী ও নাঈম নামে এক কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে ইদ্রিস আলী নামে অপর একজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কবি জীবনানন্দ দাশের ১০২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ১৫ দিন ব্যাপী এ মেলা শুরু হয়।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ মার্চ ২০২৩