জানা-অজানা

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৮ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৬৬৪ জন।

রোববার (৫ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার ৫১০ জনের মৃত্যু এবং ৯৩ হাজার ৭৮৬ জন শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। একই সময়ে মৃত্যুর তালিকায় শীর্ষে জাপানে। দেশটিতে ৮১ জন মারা গেছেন।

এ ছাড়া তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ৭১ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১২ জন এবং মারা গেছেন ১১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ১২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১২১ জন এবং মারা গেছেন ৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ১২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৮৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আইএ/ ০৫ মার্চ ২০২৩

Back to top button